এভিয়েশন

বিমানে পরিচালক পর্যায়ে রদবদল

নিউজ ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক পর্যায়ে রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে একজন পরিচালককে বদলি করা হয়েছে এবং আরও একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মমিনুল ইসলাম-কে নতুন দায়িত্ব হিসেবে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদে বদলি করা হয়েছে। অপরদিকে, পরিচালক (অর্থ) মো. নওসাদ হোসেন-কে একই পদে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, এ রদবদল অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, এটি মূলত বিমানের রুটিন বদলির অংশ। এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা তা জানা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button