মানব সম্পদ

ফিজিতে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর

নিউজ ডেস্ক-

বৈধ পথে বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ফিজির বহুজাতিকবিষয়ক, আখ ও শিল্পমন্ত্রী চরণ জেথ সিং।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানিতে গতি আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা চাই বৈধ পথে দক্ষ কর্মীরা আমাদের দেশে কর্মসংস্থান করুক। বাংলাদেশের অনেক শ্রমিকই দক্ষ—বিশেষ করে সুগার মিলসহ বিভিন্ন শিল্পখাতে তারা সফলভাবে কাজ করতে পারবেন।’

চরণ জেথ সিং আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আমরা আগ্রহী। ফিজি সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’

এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর মন্ত্রী ঢাকার ডিওএইচএস এলাকায় দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির বহুজাতিকবিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল দত্ত, দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button