ইভেন্ট ও উৎসবপর্যটন শিল্প সংবাদ

পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কার পেলেন তিন সাংবাদিকসহ ১৩ জন

নিউজ ডেস্ক

দেশের পর্যটন খাতে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিন সাংবাদিকসহ ১৩ জন। বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

পুরস্কার পাওয়া সাংবাদিকরা হলেন—দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী, এশিয়ান টিভির চিফ নিউজ এডিটর ও এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও এটিজেএফবি- এর যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ সুমন। আর প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন শুভাশীষ ভৌমিক।

এছাড়া স্টোরিটেলিং ট্রাভেল ব্লগারের জন্য আরকে সোহান, উইমেন ট্রাভেল ব্লগার – জান্নাত দ্য লুনাটিক ট্রাভেলার, কাপল ও ফ্যামিলি ট্রাভেল ব্লগার – পেটুক কাপল, রাইজিং ট্রাভেল ব্লগার – জাস্ট এ মিনিট পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে ফটো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হৃদয়, দ্বিতীয় হয়েছেন বিপুল আহমেদ, আর তৃতীয় স্থান তন্ময় দাস। ভিডিও প্রতিযোগিতায় শাহরিয়ার হোসেন শিজু। গল্প লেখা প্রতিযোগিতায় সাজিব মাহমুদ।

এবারের পর্যটন মেলায় দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে—জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যটন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভূটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করছে। এছাড়াও পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন, তুরস্ক ও স্বাগতিক বাংলাদেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য তাদের সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশি ও বিদেশি গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোয় রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এই মূল্যছাড়ে অন্তর্ভুক্ত। মেলায় সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার, এওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন। এছাড়া মেলায় আগত দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এবার মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button